বিদেশী কুটনৈতিকরা বুঝিয়ে গেলেন, বিএনপিই আসছে ক্ষমতায় : মাসুদ কামাল

বিদেশী কুটনৈতিকরা বুঝিয়ে গেলেন, বিএনপিই আসছে ক্ষমতায় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া অনেকগুলো রাজনৈতিক দল আছে। সেই দলের মধ্যে একটি দলের সঙ্গে যে সম্পর্কটা উনারা দেখালেন তার মানে উনারা কি ধরেই নিয়েছেন যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসছে? এটা যদি ধরে নেন তাহলে খুব একটা ভুল হবে বলে মনে করি না।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেছেন, আগামী মাসের ১২ তারিখে নির্বাচন। সে হিসেবে আমরা একটা নতুন সরকার পাবো। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে গুমট একটা শাসন তার অবসান ঘটবে। আমরা এমন একটা সরকার পাবো, যার কাছে আমরা জবাবদিহিতার কথা বলতে পারবো।

যে কোনো কিছু খারাপ করলে আমরা তাকে প্রশ্ন করতে পারবো। যেটা এই সরকারের কাছে পারতাম না। তাদের কোনো জবাবদিহিতা ছিল না।

সাংবাদিক মাসুদ বলেন, বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো একটা হিসেব দিল।

আওয়ামী লীগ সরকারের সময়ে যত লোকের বিচার বহির্ভূত মৃত্যু হতো অথবা হয়েছিল অথবা মবের মাধ্যমে যত লোক মারা গিয়েছিল তার চেয়ে অনেক বেশি লোক এই ২০২৫ সালে মারা গেছে— শান্তিতে নোবেল পাওয়া ড. ইউনূসের আমলে। এক ভয়ঙ্কর দৃশ্য। তিনি বলেন, খালেদা জিয়ার শেষ যাত্রায় যারা এসেছিলেন তারা আশেপাশের সবগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের লোকজন এবং খুবই পাওয়ারফুল লোক। তারা এসেছিলেন কেন? খালেদা জিয়া তো দেশের প্রধানমন্ত্রী না এখন। ওনার দলও রাষ্ট্র ক্ষমতায় নেই।

ওনারা সরকারেরও অংশ নন। তাহলে কেন এত লোক এখানে আসলেন? মাসুদ বলেন, ভারতের আমাদের প্রতি যে মনোভাব, যে আচরণ সে আচরণকে আমরা কখনোই ভালো বলতে পারি না। আমরা মনে করি এক ধরনের বৈরী আচরণ তারা করছে। ঠিক সেই সময়ে জয়শঙ্কর ভারতের বিমান বাহিনীর একটা বিমান নিয়ে অল্প সময়ের জন্য হলেও এসে শোক প্রকাশ করলেন। ভারতীয় সরকারের শোক বার্তা তারেক রহমানের হাতে পৌঁছে দিলেন। উনি চলে যাওয়ার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইলেন না অথবা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করলেন না।

মাসুদ আরো বলেন, ভারত আগেও বারবার বলেছে যে, আমরা অবশ্যই একটা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চাই। মানে ড. ইউনূসের সরকারকে তারা শুরু থেকেই মেনে নিতে পারছিল না। মেনে না নেওয়ার তাদের যে সিদ্ধান্তটা তারা সেখান থেকে সরেওনি। তারা বলছে আমরা নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক করবো। এখন নির্বাচনের আগে নির্বাচনে অংশ নেওয়া অনেকগুলো রাজনৈতিক দল আছে। সেই দলের মধ্যে একটি দলের সঙ্গে যে সম্পর্কটা উনারা দেখালেন তার মানে উনারা কি ধরেই নিয়েছেন যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসছে? এটা যদি ধরে নেন তাহলে খুব একটা ভুল হবে বলে মনে করি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *