বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন ঠাকুরগাঁও রিটার্নিং অফিসার। শনিবার সকালে তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।

গত বছরের ৩ নভেম্বর ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন মির্জা ফখরুল।

২৯ ডিসেম্বর ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *