ঢাকা-৯: ভোটার স্বাক্ষর বিভ্রাটে বাতিল ডা. তাসনিম জারার মনোনয়নপত্র

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া ডা. তাসনিম জারা-র প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম মনোনয়ন যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত দেন। ভোটার সংক্রান্ত তথ্য বিভ্রাট ও স্বাক্ষরকারীদের আসনভিত্তিক অজ্ঞানতা এ সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে ডা. তাসনিম জারা বলেন, ‘যারা আমার প্রার্থিতায় স্বাক্ষর দিয়েছেন, তারা বিশ্বাস করেই করেছেন যে তারা ঢাকা-৯ এর ভোটার। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তারা বাস্তবে সেই আসনের ভোটার নন।’

তিনি জানান, স্বাক্ষরকারীদের একজন নিজেই ভোটার নম্বর যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে খোঁজ করেছেন। তবে জাতীয় পরিচয়পত্রে থাকা ঠিকানার ভিত্তিতে তিনি নিজেকে ঢাকা-৯ এর ভোটার মনে করেছিলেন, যা শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে।

‘আরেকজন স্বাক্ষরকারীর ক্ষেত্রেও একই ভুল হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করেননি। বরং এটা প্রমাণ করে, আমাদের ভোটার সংক্রান্ত তথ্য পাওয়ার প্রক্রিয়ায় ঘাটতি আছে,’ বলেন ডা. তাসনিম জারা।

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটাররা কোন আসনের ভোটার, তা জানার কোনো কার্যকর পদ্ধতি নেই। ফলে যাঁরা স্বাক্ষর দিয়েছেন, তাঁদের মধ্যে কেউই নিশ্চিত ছিলেন না আসন সম্পর্কে। এখানে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ বটে, তবে ভালোবাসা পেয়েছি অনেক।’

স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ২৯ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে প্রার্থিতা বাতিলের পর ডা. জারা মনে করছেন, এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য শিক্ষা এবং প্রেরণা—নিজের রাজনৈতিক পথচলার শুরু হিসেবেই দেখছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *