তারেক রহমানের একান্ত ও প্রেস সচিব পদে নতুন নিয়োগ, দায়িত্ব পেলেন আব্দুস সাত্তার ও সালেহ শিবলী

বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর একান্ত সচিব ও প্রেস সচিব হিসেবে নতুন করে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রবীণ সাংবাদিক সালেহ শিবলী। শনিবার (৩ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আব্দুস সাত্তার তারেক রহমানের একান্ত সচিবের দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি গণমাধ্যম অভিজ্ঞতায় সমৃদ্ধ সালেহ শিবলীকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রেস সচিব হিসেবে।

সালেহ শিবলী বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয়। তাঁর পেশাগত যাত্রা শুরু হয়েছিল দৈনিক বাংলাবাজার থেকে। পরে দৈনিক মানবজমিন, বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), রেডিও টুডে, চ্যানেল আইসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেন।

সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক লেখালেখিতেও সালেহ শিবলীর সক্রিয়তা রয়েছে। নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি জাপানের কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন (KFAW)–এর প্রকাশিত ম্যাগাজিন Asian Breeze-এ একাধিক নিবন্ধ লিখেছেন।

প্রবাসজীবনে তিনি যুক্তরাজ্যের জনপ্রিয় বাংলাভাষী টিভি চ্যানেল চ্যানেল এস–এ নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া গণমাধ্যম ও প্রশাসনসংক্রান্ত বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি।

বর্তমানে অস্ট্রেলিয়াভিত্তিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সিডনি পলিসি অ্যান্ড রিসার্চ সেন্টার-এর সঙ্গে তিনি নন-রেসিডেন্ট ফেলো হিসেবে যুক্ত রয়েছেন।

সালেহ শিবলীর এ দায়িত্বপ্রাপ্তির মধ্য দিয়ে বিএনপির মিডিয়া সংযোগ এবং আন্তর্জাতিক যোগাযোগ আরও সুসংগঠিত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *