বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র মৃত্যুতে শোক জানাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-এর নেতারা।
শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে সংগঠনটির একটি প্রতিনিধি দল এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সাংবাদিকদের জানান, প্রতিনিধি দলের সদস্যরা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন।
পাভেল বলেন, “হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী অবস্থান, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সুবিচার এবং সমঅধিকার প্রতিষ্ঠার জন্য তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। তারা আশা করেছেন, তারেক রহমান সেই ধারাবাহিকতাকে অটুট রাখবেন।”
সাক্ষাতে তারেক রহমানও প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, “সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ এই বিভাজনে আমি বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশি—এই অভিন্ন পরিচয়ের ওপর দাঁড়িয়ে আমাদের অধিকার, মর্যাদা ও মর্যাদার ভিত্তি গড়ে উঠবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে—এটাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার। দেশের সব নাগরিক যাতে কোনো প্রকার বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
সাক্ষাৎকারে দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় এবং ভবিষ্যতেও এই সম্পর্ক রক্ষার প্রত্যয় ব্যক্ত করা হয়।


