ময়মনসিংহ-৭: বিএনপি প্রার্থী ডা. মাহবুবুর রহমানসহ ছয়জনের মনোনয়ন বাতিল

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে নির্বাচনী সমীকরণে এক নাটকীয় মোড় এসেছে। হলফনামায় তথ্য গোপন ও বিভিন্ন অসঙ্গতির কারণে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনসহ ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামায় মামলার সংখ্যা কম দেখানোয় বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তার ভাষায়, “হলফনামার তথ্য যাচাই করতে গিয়ে পুলিশের প্রতিবেদনের সঙ্গে মিল পাইনি। প্রার্থীদের বিষয়ে পুলিশের যে প্রতিবেদন থাকে, তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নথি। সেই জায়গায় গরমিল পাওয়ায় সিদ্ধান্ত নিতে হয়েছে।”

ডা. মাহবুবুর রহমান লিটন এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, “এটা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিপত্র ৭-এ পরিষ্কার বলা আছে, আগেই নিষ্পত্তি হওয়া মামলার তথ্য দিতে না পারলে মনোনয়নপত্র বাতিল করা যাবে না। অথচ ঠুনকো অজুহাতে আমার প্রার্থিতা বাতিল করা হলো।”

তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত পুরো নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।”

প্রার্থিতা বাতিল হওয়া অন্য পাঁচজন হলেন—
– মোহাম্মদ আনোয়ার সাদাত (স্বতন্ত্র)
– মো. জয়নাল আবেদীন (স্বতন্ত্র)
– আবুল মুনসুর (স্বতন্ত্র)
– মো. নজরুল ইসলাম (খেলাফত মজলিস)
– আব্দুল কুদ্দুস (বাংলাদেশ খেলাফত মজলিস)

রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্ষুব্ধ প্রার্থীরা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

এমন এক দিনে মনোনয়ন বাতিলের ঘটনা ময়মনসিংহ-৭ আসনে নির্বাচনকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে বিএনপি প্রার্থীর বাদ পড়া যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর অংশগ্রহণ নিয়েই তৈরি করেছে নতুন প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *