বগুড়া-২ আসনে মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকা-১৮ আসনে প্রার্থিতার বৈধতা পেলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ঢাকায় যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে একই হলফনামা ব্যবহার করে বগুড়া-২ আসনে জমা দেওয়া তাঁর মনোনয়নপত্র গতকাল বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। বাতিলের পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়—তার মধ্যে রয়েছে, ফৌজদারি মামলার তথ্য গোপন, এফিডেভিটের তারিখ ও স্বাক্ষরে অসামঞ্জস্য এবং সম্পদের বিবরণী ফরম দাখিল না করা।
বিষয়টি নিয়ে আজ ঢাকায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে মান্না বলেন, “বগুড়ায় প্রার্থিতা বাতিলের বিষয়ে আপিল করবো। নির্বাচন কমিশনের কাজ হলো সহায়তা করা, প্রার্থিতা বাদ দেওয়া নয়।”
নাগরিক ঐক্য বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক দল। সেই সূত্রে বিএনপির সমর্থন পেয়েছিলেন মান্না বগুড়া-২ আসনে। তবে তিনি একইসঙ্গে ঢাকা-১৮ আসনেও মনোনয়ন জমা দেন। ঢাকায় প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, এটি একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।
একই সঙ্গে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও মনোনয়ন যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের এই নেতা। বিশেষ করে যুগপৎ আন্দোলনের শরিকদের সম্মিলিত অংশগ্রহণ এবং প্রার্থীতা টিকিয়ে রাখা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
বগুড়ায় প্রার্থিতা বাতিল হলেও ঢাকায় টিকে যাওয়ায় মান্নার রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা শুরু হয়েছে। আপিলের মাধ্যমে বগুড়া-২ আসনে ফিরতে পারবেন কি না, তা নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর।


