হবিগঞ্জের ছাত্রনেতা মাহদীর মুক্তি চেয়ে নুরুল হক নুরু যা বললেন

ডাকসু’র সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদ (Gono Odhikar Parishad)-এর সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur) সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে হবিগঞ্জের ছাত্রনেতা মাহদীর গ্রেফতারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি মাহদীকে একজন সংগ্রামী ও প্রতিবাদী ছাত্রনেতা হিসেবে উল্লেখ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান। নিচে তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণদের মধ্যে একটা প্রতিবাদী চেতনা পরিলক্ষিত হচ্ছে। তরুণদের এই স্পিরিটই পারে জন আকাঙ্ক্ষার দুর্নীতি-দুঃশাসন মুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে।
হবিগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীকে গত ৪/৫ বছর ধরে চিনি। মাহদী একজন মেধাবী ও সৃজনশীল তরুণ ছাত্রনেতা। শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, গত ৪/৫ বছর ধরে দেখেছি হবিগঞ্জ বৃন্দাবন কলেজের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন থেকে সকল গণতান্ত্রিক আন্দোলনে মেহেদী সোচ্চার ও সাহসী ভূমিকা পালন করেছে।
মাহাদী’র রাজপথের সহযোদ্ধার গ্রেফতারে সে থানায় ছুটে গিয়েছে। ছোট মানুষ কথা-বার্তার এক পর্যায়ে হয়তো নিজেকে জাহির করতে একটু বাড়িয়ে কিছু কথা বলেছে। যা বলছে সেটা সমর্থনযোগ্য নয়, এমনকি সে নিজেও রিজয়েন্ডার দিয়েছে।
তারপরও মাহদীকে গ্রেফতার করা হয়েছে। মাহদী’র গ্রেফতারে হবিগঞ্জ থেকে শুরু করে তারা সারা দেশের সহযোদ্ধারা প্রতিক্রিয়া দেখাচ্ছে, প্রতিবাদ করছে।
অনতিবিলম্বে সংগ্রামী সহযোদ্ধা মাহদী’র মুক্তি দাবি করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *