জাতীয় নাগরিক পাটির (এনসিপি) সদস্যসচিব মো: আখতার হোসেন বলেছেন, ‘আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে যত প্রকার উন্নয়নের বরাদ্দ আসবে তা প্রকাশ করে উপজেলা পরিষদের সামনে, ইউনিয়ন পরিষদের সামনে এবং থানার সামনে টাঙিয়ে রাখা হবে।
তিনি বলেন, এলাকায় উন্নয়নের জন্য বরাদ্দ যত টাকাই আসুক সব তথ্য জানার অধিকার জনগণের আছে। বর্তমানে সাধারণ জনগণ জানতে পারেন না, বরাদ্দ কী পরিমাণ এসেছে। আমরা সাধারণ জনগণের মধ্যে তা প্রকাশ করে দেব।
গত শুক্রবার রাতে সাধারণ ভোটারদের মাথে মতবিনিময় করার সময় আখতার হোসেন এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর পীরগাছা উপজেলার আমির বজলুল রশিদ মুকুল, এনসিপির পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুনসহ (শিমুল) জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা।


