কারা হেফাজতে চিকিৎসাধীন আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁয় কারা হেফাজতে আব্দুর রশিদ (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। গত ২৬ ডিসেম্বর থেকে বিস্ফোরক মামলায় কারাগারে আটক ছিলেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কালবেলাকে জানিয়েছেন জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ।

আব্দুর রশিদ রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দু পাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

এ বিষয়ে ডেপুটি জেলার আবুল কালাম আজাদ বলেন, আব্দুর রশিদ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের মামলায় কারাগারে ছিলেন। হঠাৎ অসুস্থ হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৪টা ১০ মিনিটে ভর্তির পর ৪টা ৩৫ মিনিটে তিনি মারা যান। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানানো হয়েছে বলেও জানান তিনি।

শনিবার রাতে হাসপাতালের আরএমও আবু জার গাফফার জানান, আব্দুর রশিদ নামে এক হাজতিকে বিকেল ৪টা ১০ মিনিটে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান। মূলত তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। তাই দ্রুত মারা যান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রাতে উপজেলার কুজাইল গ্রামে রানীনগর থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু অভিযান চালায়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *