দুই দফা দাবি জানানো শেষে শাহবাগ ছাড়লো বৈষম্যবিরোধী নেতাকর্মীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানের নিঃশর্ত মুক্তি, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করাসহ দুই দফা দাবি জানিয়ে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নেতারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজকের মতো অবরোধ প্রত্যাহার করেছেন। না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শনিবার রাত সাড়ে ১০টা থেকে রাত সোয়া ১২টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা সড়ক অবরোধ করেছিলেন।

হবিগঞ্জে ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম’ বলে আলোচনায় আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান শনিবার সন্ধ্যা সাতটার দিকে আটক হন। তাঁর মুক্তির দাবিতে রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রাত ১১টার দিকে সরেজমিন দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা–কর্মীরা। সেখানে তাঁরা একটু পরপর ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘মুক্তি মুক্তি চাই, মাহদীর মুক্তি চাই’ এমন স্লোগান দিচ্ছিলেন।

রাত সোয়া ১২টার দিকে মাহদী হাসানের মুক্তিসহ দুই দফা দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, রাতের মধ্যেই মাহদী হাসানের নিঃশর্ত মুক্তি ও হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। এ ছাড়া জুলাই গণ–অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র–শ্রমিক–জনতাকে ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সব কার্যক্রম থেকে দায়মুক্তি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করতে হবে।

মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রিফাত রশিদ বলেন, ‘আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছি, তিনি মাহদীকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় প্রাথমিকভাবে বিশ্বাস করে আজকের মতো অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি। তবে রাতের মধ্যে মুক্তি না দেওয়া হলে আগামীকাল সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *