তারেক রহমানের সঙ্গে এবি পার্টির ও লেবার পার্টির বৈঠক

রাষ্ট্রের চলমান সংকট, জাতীয় সরকার গঠনের সম্ভাবনা ও ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা নিয়ে তারেক রহমান (Tarique Rahman)-এর সঙ্গে বৈঠক করেছেন ‘আমার বাংলাদেশ পার্টি’ (Amar Bangladesh Party) এবং লেবার পার্টি (Labour Party)-র শীর্ষ নেতারা। সোমবার (৫ জানুয়ারি) লন্ডনে অনুষ্ঠিত পৃথক এই বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের জানান, তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে ভবিষ্যতের রাজনীতি কেমন হওয়া উচিত তা নিয়ে। তিনি বলেন, “সংসদে যে-ই ক্ষমতায় থাকুক না কেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে সব রাজনৈতিক দলকে একত্রিত থাকতে হবে—এমন ঐক্যের রাজনীতি দরকার। অভ্যন্তরীণ নীতি নিয়ে বিতর্ক হোক, কিন্তু জাতীয় স্বার্থে ঐকমত্য অপরিহার্য।”

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানান, বৈঠকে রাষ্ট্রকাঠামো ও অর্থনৈতিক দিক নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। “ঢাকা শহরের ওপর চাপ কমাতে করণীয়, বেকারত্ব কমানোর উপায়, ওয়েস্ট মিনিস্টার ধাঁচের সংসদীয় ব্যবস্থা চালুর সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। তারেক রহমান বলেছেন—ভবিষ্যতের রাজনীতি হবে নীতি নিয়ে বিতর্ক ও প্রতিযোগিতার, ক্ষমতা নিয়ে নয়।”

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এবি নেতারা বলেন, “অধীনতার ভিত্তিতে নয়, মর্যাদার ভিত্তিতেই সম্পর্ক হবে।” ফুয়াদ আরও বলেন, “ভারত যা-ই বলবে, বাংলাদেশ তা মেনে নেবে—এই মানসিকতা আর থাকবে না। বৈঠকে স্পষ্ট হয়েছে, বাংলাদেশ তার স্বার্থেই সিদ্ধান্ত নেবে।”

এদিকে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির একটি স্বচ্ছ, গণমুখী অবস্থান আমরা দেখতে চাই। অতীতের সমন্বয়ের ধারা ভবিষ্যতেও যেন বহাল থাকে, সেই প্রত্যাশা জানিয়েছি আমরা।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এই বৈঠককে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। কারণ বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্য গঠনের যে সম্ভাবনা সামনে আসছে, তা বাস্তবায়নে এই ধরনের সংলাপ হতে পারে গুরুত্বপূর্ণ ধাপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *