দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যতের কৌশলগত বিষয়াদি নিয়ে তারেক রহমান (Tarique Rahman)-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলন (Ganosamhati Andolon)-এর শীর্ষ নেতারা। সোমবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার ও মনির উদ্দীন পাপ্পু।
সাক্ষাতে সমসাময়িক রাজনীতি, বিরোধী দলগুলোর পারস্পরিক সমন্বয় এবং গণতন্ত্র পুনরুদ্ধার সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এই বৈঠককে রাজনৈতিক বিশ্লেষকেরা দেখছেন বৃহত্তর বিরোধী ঐক্য গঠনের চলমান উদ্যোগের অংশ হিসেবে, যেখানে বিএনপির নেতৃত্বে একাধিক দল এবং জোট নিজেদের অবস্থান ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে সংলাপে যুক্ত হচ্ছে।


