রুমিন ফারহানার নির্বাচনী মঞ্চ ভাঙচুর, গাড়িতে দাঁড়িয়েই দিলেন বক্তব্য

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, প্রতিপক্ষ প্রার্থীর লোকজন তার পূর্বনির্ধারিত নির্বাচনী সভার মঞ্চ ভেঙে দিয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এই অভিযোগ করেন। মঞ্চ না থাকায় শেষ পর্যন্ত নিজের গাড়ির ওপর দাঁড়িয়েই উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।

অরুয়াইল বাজারে স্থানীয় গ্রামবাসী আয়োজিত সভায় রুমিন ফারহানা বলেন, ‘অরুয়াইলে আজ আমার নির্ধারিত সভা ছিল। কিন্তু প্রতিপক্ষ প্রার্থীর লোকজন আমার মঞ্চ ভেঙে দিয়েছে। বাধ্য হয়ে আমি আজ আপনাদের দরজায় দরজায় গিয়েছি এবং শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে কথা বলছি।’

তবে সুনির্দিষ্টভাবে কার অনুসারীরা এই ভাঙচুর চালিয়েছে, তা তিনি উল্লেখ করেননি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমে এই অন্যায়ের সমুচিত জবাব দিতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

বক্তব্যে রুমিন ফারহানা অরুয়াইল চিত্রা নদীর ওপর সেতু ও রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি এমপি থাকাকালীন এই সেতুর জন্য আবেদন করেছিলাম। নির্বাচিত হলে এই সড়ক, সেতু ও কালভার্টের কাজ সম্পন্ন করব। নতুন বাংলাদেশে আমরা কোনো দুর্নীতি, চাঁদাবাজি বা বালু ব্যবসা প্রশ্রয় দেব না। নিরীহ মানুষকে টাকা দিয়ে মিথ্যা মামলায় জড়ানো বন্ধ করা হবে। নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে নতুন রূপে সাজাবো।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *