বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা

মাইক্রোফোন হাতে বিপিএলে কাজ করার কথা ছিল রিধিমা পাঠকের। তবে ভারতীয় উপস্থাপিকার অধ্যায় শুরুর আগেই শেষ। বাংলাদেশে আসার আগেই তাকে উপস্থাপনার প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।

উপস্থাপনা ও ধারাভাষ্য প্যানেলে এবার নতুনত্ব এনেছে বিপিএল কর্তৃপক্ষ।

তারই অংশ হিসেবে পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাস এসেছেন বাংলাদেশ। তিনি অবশ্য ফিরে যাচ্ছেন। ঢাকা পর্বে তাই রিধিমার উপস্থাপনা করার কথা ছিল। কিন্তু তার আসাই হলো না।

সঙ্গে ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফের মতো জনপ্রিয় ধারাভাষ্যকাররা আছেন এবারের বিপিএলে।

রিধিমার বাদ পড়াটা যে মুস্তাফিজুর রহমানের ঘটনার প্রভাব তা না বললেও চলে। গত শনিবার আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা মতো বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতাও।

এমন সিদ্ধান্তের পরেই বাংলাদেশ-ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এক চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। ভেন্যুর বদল চায় বাংলাদেশ। সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ থাকবে। সেই উত্তাপের প্রভাব পড়েছে রিধিমার বাদ পড়াতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *