দীর্ঘ ২৩ বছর পর ১২ জানুয়ারি ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান, জেলা জুড়ে উৎসবের আমেজ

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন তারেক রহমান (Tarique Rahman)। আগামী ১২ জানুয়ারি রাতে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন তিনি। তার এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party – BNP) নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, চলছে সাজসাজ রব।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ হওয়া রায়হানুল হাসান, আল মামুন, সাহান পারভেজ ও রাকিবুল হাসানের প্রতি শ্রদ্ধা জানানো এবং দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Khaleda Zia)-এর স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিতেই তারেক রহমানের এই সফর।

দলীয় নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সোমবার রাতে তিনি ঠাকুরগাঁওয়ে এসে শহরের বুরো বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রের গেস্ট হাউসে রাত যাপন করবেন।

পরদিন ১৩ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টার দিকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নি’\হত শহীদ আল মামুনের কবর জিয়ারতের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করবেন তারেক রহমান। যদিও চার শহীদের কবর বিভিন্ন স্থানে অবস্থিত, সময় ও কর্মসূচির সীমাবদ্ধতার কারণে কেবলমাত্র আল মামুনের কবরেই শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছে জেলা বিএনপি।

এরপর সকাল ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রায় এক ঘণ্টাব্যাপী ভাষণ দেবেন। এরপর একই দিনে পাশের জেলা পঞ্চগড়ের উদ্দেশে রওনা হবেন তিনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী জানান, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ১২ জানুয়ারি রাতে ঠাকুরগাঁওয়ে আসছেন। যেহেতু তিনি বাই রোড আসছেন, তাই নির্দিষ্ট সময় এখনই বলা যাচ্ছে না। তিনি বুরো বাংলাদেশ গেস্ট হাউসে রাত কাটাবেন।”

তিনি আরও বলেন, “২০০৩ সালে শীতকালে কম্বল বিতরণের কর্মসূচিতে সর্বশেষ ঠাকুরগাঁও এসেছিলেন তারেক রহমান। এবার দীর্ঘ ২৩ বছর পর তার আগমন, যা আমাদের নেতাকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের ও ঐতিহাসিক।”

পয়গাম আলী আরও বলেন, “নেতার আগমন উপলক্ষে আমরা একাধিক প্রস্তুতি সভা করেছি। প্রশাসনকে নিরাপত্তা সংক্রান্ত সকল বিষয়ে অবহিত করা হয়েছে। নির্বাচনী আচরণবিধির কারণে বড় জনসভা করতে না পারলেও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি সফলভাবে সম্পন্ন করব আমরা।”

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)-এর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের এই সফরকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা। তাদের ধারণা, এই সফরের মাধ্যমে তৃণমূল বিএনপির মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে।

তারেক রহমানের আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি যেন না ঘটে, সেজন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *