মুস্তাফিজ ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, বিসিবির অনড় অবস্থান

মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)-কে ঘিরে উদ্ভূত নিরাপত্তা বিতর্কে অবশেষে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন বিশ্বকাপে ভারত সফরে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বোর্ড। যদিও আইসিসি (ICC) বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিয়েছে, তবু দেশের ‘মর্যাদা’র প্রশ্নে বিসিবি অনড় রয়েছে তাদের সিদ্ধান্তে।

আজ বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বিসিবির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ‘‘দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাব না।’’

তিনি বলেন, “আমরা আইসিসির কাছ থেকে যে চিঠি পেয়েছি, তা পড়ে মনে হয়েছে ভারতের মাটিতে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে গুরুতর ইস্যু তৈরি হয়েছে, অথচ তারা তা উপলব্ধি করতে পারেনি। আমার কাছে বিষয়টি শুধু নিরাপত্তার নয়, এটা জাতীয় মর্যাদার প্রশ্ন।”

আসিফ নজরুল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা প্রশ্নে ভারতীয় বোর্ড (BCCI) নিজেই কলকাতা আয়োজকদের জানায়, এই ক্রিকেটারকে বাদ দেওয়া হোক। উপদেষ্টা প্রশ্ন তুলেছেন, “যেখানে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, সেখানে আমরা কীভাবে খেলি?”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা এবং মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই—but not at the cost of dignity.”

বিকল্প আয়োজক হিসেবে শ্রীলঙ্কা (Sri Lanka)-র নাম সামনে এনেছেন ক্রীড়া উপদেষ্টা। “আমরা চাই বিশ্বকাপ হোক, তবে সেটা অন্য আয়োজকের অধীনে। আমরা শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী। আমরা আমাদের অবস্থানে অনড় এবং আশা করি আইসিসিও আমাদের যুক্তিগুলো বুঝবে ও বিবেচনায় নেবে।”

এই ঘটনার জেরে বাংলাদেশের ক্রিকেট মহলে উত্তাপ ছড়িয়ে পড়েছে। সাধারণ দর্শক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরাও বিসিবির অবস্থানকে ‘দৃঢ়’ ও ‘দেশের স্বার্থে’ সাহসী পদক্ষেপ বলে আখ্যায়িত করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *