ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে আরও ১৩১টি আপিল জমা পড়েছে নির্বাচন কমিশনে (Election Commission)। বুধবার (৭ জানুয়ারি) এসব আবেদন জমা দেন বাতিল হওয়া স্বতন্ত্র ও দলীয় প্রার্থীরা।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, এ নিয়ে তিন দিনে জমা পড়া আপিল আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫-এ। এর আগে প্রথম দিনে জমা পড়ে ৪২টি এবং দ্বিতীয় দিনে জমা পড়ে ১২২টি আবেদন।
নির্বাচনে অংশ নিতে এবার আড়াই হাজারেরও বেশি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসাররা। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা এখন ১ হাজার ৮৪২ জন।
গত ৫ জানুয়ারি (সোমবার) থেকে আপিল গ্রহণ শুরু হয়, যা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশন জমাকৃত আপিলগুলোর শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
পরবর্তী সূচি অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, বাতিল হওয়া বেশ কিছু প্রার্থী এরইমধ্যে মনোনয়ন বাতিলের কারণ হিসেবে অসঙ্গতিপূর্ণ তথ্য যাচাই, ঋণখেলাপি কিংবা স্বাক্ষরসংক্রান্ত জটিলতাকে দায়ী করেছেন। তবে নির্বাচন কমিশন বলছে, প্রতিটি মনোনয়নপত্র যাচাই নিরপেক্ষভাবেই করা হয়েছে এবং আপিলের সুযোগ থাকায় কেউ বঞ্চিত হবেন না।


