জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কোনও তথ্য প্রমাণ ছাড়া আমাকে নিয়ে নির্লজ্জভাবে মিথ্যাচার করছে ইলিয়াস হোসেন ও মীর জাহান।
বুধবার (৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা লেখেন তিনি।
সারজিস আলম লেখেন, রাজনৈতিক কারণে হোক, টাকার বিনিময়ে হোক, কোনও গোষ্ঠীকে খুশি করার জন্য হোক কিংবা অন্য কোনও কিছুর উদ্দেশ্যে হোক, তারা এই কাজগুলো করছে।
তিনি লেখেন, এদের যদি সামর্থ্য থাকে তাহলে তারা উপযুক্ত তথ্য-প্রমাণ দিক। কিন্তু তা না করে এরা একটার পর একটা মনগড়া, মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কারও না কারও অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করছে।
এদের মতো মানুষদের মুখোশ একদিন না একদিন উন্মোচন হবে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা উল্লেখ করে এনসিপির এই নেতা আরও লেখেন, আল্লাহর কাছে একটাই চাওয়া, কোনও তথ্য প্রমাণ ছাড়া একজনকে নিয়ে এই ধরনের ঘৃণ্য অপপ্রচারের ফল এদের যেন দুনিয়াতেই ভোগ করতে হয়।


