গোপালগঞ্জের কোটালীপাড়ায় শতাধিক আওয়ামী লীগের কর্মী-সমর্থক বিএনপিতে যোগদান করেছে।
বুধবার (৭ জানুয়ারি) রাতে কোটালীপাড়া নির্বাচনী পরিচালনা অফিসে গোপালগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।
এ সময় জিলানী সদ্য বিএনপিতে যোগদানকারীদের উদ্দেশে বলেন, আগামী ১২ ফ্রেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে শুধু ধানের শীষ প্রতীকে ভোট দিলে হবে না, সবাই মিলে মিশে কাজ করতে হবে। ধানের শীষ প্রর্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বোঝাতে হবে, তাদের ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করতে হবে। ১৭ বছর এ দেশের মানুষ ভোটকেন্দ্রে যেতে পারেনি। এখন ভোটাধিকার ফিরিয়ে আনা হয়েছে। তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিক, তবুও তাদের ভোটকেন্দ্রে আসার জন্য অনুরোধ করতে হবে।
জিলানী বলেন, আমি সেই ২০০৮ সাল থেকে আপনাদের পাশে আছি, ভুলে যাইনি। একটি দলের নেতারা আপনাদের রেখে পালিয়ে গিয়েছে, বিদেশে বসে আপনাদের বিপদে ফেলতে কাজ করছে। আমাকে যারা একের পর এক মামলা দিয়ে জেলে বন্দি করে রেখেছিল তারা এখন কোথায়।


