দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তারেক রহমান (Tarique Rahman) আবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন। আগামী ১৮ জানুয়ারি বিকালে কক্সবাজার থেকে সড়কপথে চট্টগ্রাম পৌঁছাবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এটিই তার প্রথম চট্টগ্রাম সফর ২০০৫ সালের পর।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তারেক রহমান ১৮ জানুয়ারি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার যাবেন। সেখানে শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সড়কপথে চট্টগ্রাম পৌঁছাবেন তিনি। বিকেলে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেবেন, যা তার মা—সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)-র জন্য অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম নগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিল শেষে তিনি রাতে চট্টগ্রামেই অবস্থান করবেন বলে জানানো হয়েছে।
নাজিমুর রহমান বলেন, “এই সফর তারেক রহমানের জন্য রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। ২০০৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে গণসংযোগ করতে সর্বশেষ চট্টগ্রামে এসেছিলেন তিনি। এরপর কেটেছে ২০ বছরের বেশি সময়।”
চট্টগ্রামে তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সফর দলের মাঠের রাজনীতিতে নতুন গতি আনতে পারে।


