‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক

জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামীপন্থি চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

অভিযুক্ত চার শিক্ষককে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে বলা হয়েছে। শোকজের সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, সিন্ডিকেট সভায় অভিযোগের ভিত্তিতে চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদেরকে শোকজ করা হবে এবং জবাব পর্যালোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভিযুক্ত চার শিক্ষক হলেন-

সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম,

অধ্যাপক ড. জিনাত হুদা,

অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন এবং

অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া, আন্দোলন দমনে প্রশাসনকে সহযোগিতা করা এবং বিভিন্ন বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

সূত্র আরো জানায়, অভিযুক্ত শিক্ষকদের কাছে বিশ্ববিদ্যালয় থেকে কেন তাদের বহিষ্কার করা হবে না- সে মর্মে শোকজ নোটিশ পাঠানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *