ডিভি লটারি ভিসা ইস্যু স্থগিত করল যুক্তরাষ্ট্র

জাতীয় নিরাপত্তা ও জনসুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (U.S. State Department) ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) ইস্যু করা সাময়িকভাবে স্থগিত করেছে। ডিভি লটারি প্রক্রিয়ায় আসা ভিসাগুলো আপাতত আর ইস্যু করা হবে না—যতক্ষণ না স্ক্রিনিং ও যাচাই-বাছাই প্রক্রিয়া নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে।

স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক দুটি গুরুতর নিরাপত্তা ঘটনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রাউন ইউনিভার্সিটিতে (Brown University) গু’\লি চালনা এবং এমআইটির (MIT) এক অধ্যাপক হ’\ত্যা ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ডিভি প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এর প্রেক্ষিতেই ডিভি ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করে যাচাই প্রক্রিয়াকে আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়, “আমাদের লক্ষ্য হলো ভিসা আবেদনকারীদের পরিচয় যথাযথভাবে নিশ্চিত করা এবং তা নিশ্চিত করা যে, তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য কোনো হুমকি নন। ডিভি প্রোগ্রামের যেকোনো দুর্বলতার সুযোগে যাতে ঝুঁকিপূর্ণ কেউ প্রবেশ করতে না পারে, সে জন্যই এই বিরতি।”

তবে যেসব আবেদনকারী ইতোমধ্যে ডিভি ভিসার জন্য আবেদন করেছেন অথবা যাদের ইন্টারভিউয়ের তারিখ নির্ধারিত হয়েছে, তাদের প্রক্রিয়া আগের মতোই চলবে। তারা নির্ধারিত সময়েই ইন্টারভিউ দিতে পারবেন। কিন্তু ইন্টারভিউ পাস করলেও, নতুন নির্দেশনা না আসা পর্যন্ত কাউকেই ভিসা ইস্যু করা হবে না।

স্টেট ডিপার্টমেন্ট আরও জানিয়েছে, যাদের আগে থেকেই বৈধ ডিভি ভিসা রয়েছে, তারা এতে কোনো সমস্যার মুখোমুখি হবেন না। তাদের ভিসা বাতিল বা প্রত্যাহার করা হবে না। তবে নতুন করে ডিভি-২০২৭ লটারি বা ভবিষ্যৎ প্রক্রিয়া সংক্রান্ত কোনো তথ্য এখনো জানানো হয়নি।

বিভাগটি স্পষ্টভাবে জানিয়েছে, নিরাপত্তা মূল্যায়ন ও প্রক্রিয়া সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে এবং এতে কোনো ব্যতিক্রম করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *