প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে ৬৪৫ আপিল, ইসিতে শুনানি চলছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের করা ৬৪৫টি আপিলের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (Election Commission)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ১০ জানুয়ারি সকাল ১০টার পর থেকে শুরু হওয়া এ শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

শনিবার সকালেই শুনানির সূচনা হয় রংপুর-৪ আসনের স্বতন্ত্রপ্রার্থী মো. শাহ আলম বাসারের আপিল দিয়ে। প্রথম ঘণ্টায় ১ থেকে ১২ নম্বর পর্যন্ত আপিল শুনানি হয়, পরে ক্রমানুসারে দিনের মধ্যে ৭০ নম্বর পর্যন্ত আবেদনকারীদের শুনানি সম্পন্ন করার কথা রয়েছে।

এ তালিকায় সদ্য এনসিপি (NCP) থেকে পদত্যাগকারী তাসনিম জারার মতো গুরুত্বপূর্ণ প্রার্থীদের আপিলও রয়েছে, যার ফলে রাজনৈতিক পর্যবেক্ষকদের নজরও রয়েছে এই শুনানিগুলোর দিকে।

**একনজরে শুনানির সময়সূচি

  • ১০ জানুয়ারি: আপিল নম্বর ১–৭০
  • ১১ জানুয়ারি: আপিল নম্বর ৭১–১৪০
  • ১২ জানুয়ারি: আপিল নম্বর ১৪১–২১০
  • ১৩ জানুয়ারি: আপিল নম্বর ২১১–২৮০
  • ১৪ জানুয়ারি: আপিল নম্বর ২৮১–৩৫০
  • ১৫ জানুয়ারি: আপিল নম্বর ৩৫১–৪২০
  • ১৬ জানুয়ারি: আপিল নম্বর ৪২১–৪৯০
  • ১৭ জানুয়ারি: আপিল নম্বর ৪৯১–৫৬০
  • ১৮ জানুয়ারি: আপিল নম্বর ৫৬১ থেকে বাকি সব শুনানি

ইসি জানিয়েছে, প্রতিদিনের শুনানি শেষে ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে পিডিএফ আকারে পাঠিয়ে দেওয়া হবে। একই সঙ্গে নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের কপি সংগ্রহ করা যাবে।

রায়ের প্রকাশসূচি:

  • ১০–১২ জানুয়ারির শুনানির রায়: ১২ জানুয়ারি
  • ১৩–১৫ জানুয়ারির শুনানির রায়: ১৫ জানুয়ারি
  • ১৬–১৮ জানুয়ারির শুনানির রায়: ১৮ জানুয়ারি

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, প্রয়োজনে এই সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। প্রতিটি শুনানিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার প্রতিনিধিকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আপিলকারীদেরও নিজ নিজ কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে অংশ নিতে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ২,৫০০-এর বেশি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারির মধ্যে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৪২ জনে। এখন এই আপিল প্রক্রিয়ার মধ্য দিয়েই আরও কিছু প্রার্থী হয়তো প্রার্থিতা ফিরে পেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *