বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় দলের গুলশান কার্যালয়ে এই বৈঠকে পরস্পর কুশল বিনিময় করেন। তাছাড়াও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী।
এছাড়াও সন্ধ্যা ৬টায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ও সন্ধ্যা ৭টায় সাক্ষাৎ করেন মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি।
এর আগে বিকাল ৩টায় বিএনপির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস।


