যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি সড়কের অংশের নামকরণ করা হয়েছে। হ্যামট্রামিক সিটি কাউন্সিল জোসেফ ক্যাম্পাউ অ্যাভিনিউ ও কোনান্ট স্ট্রিটের মধ্যবর্তী কার্পেন্টার স্ট্রিটের একটি অংশের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বিএনপি এক পোস্টে জানিয়েছে, হ্যামট্রামিক সিটি কাউন্সিলে দায়িত্ব পালনরত বাংলাদেশি বংশোদ্ভূত চারজন কাউন্সিলরের সক্রিয় ভূমিকার মাধ্যমেই এই নামকরণের অনুমোদন নিশ্চিত হয়। প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মতে, এটি কেবল একটি সড়কের নাম পরিবর্তনের ঘটনা নয়; বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সংগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক।

বিএসএস নিউজের বরাতে প্রবাসী নেতারা জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাজনৈতিক নেতাদের নামে সড়ক নামকরণের নজির এর আগেও রয়েছে। শিকাগোতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছিল।

মিশিগানের হ্যামট্রামিক শহরটি অভিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। এখানে রাজ্যের সবচেয়ে বড় বাংলাদেশি অভিবাসী সম্প্রদায় বসবাস করে এবং ডিয়ারবর্নের পর আরব জনগোষ্ঠীর দ্বিতীয় সর্বোচ্চ ঘনত্ব রয়েছে। গত তিন দশকে ইয়েমেন ও বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে শহরটি।

ডেট্রয়েট ফ্রি প্রেসের তথ্য অনুযায়ী, হ্যামট্রামিকের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি বিদেশি বংশোদ্ভূত এবং প্রায় ৭০ শতাংশ বাসিন্দা মুসলিম। এদের মধ্যেই রয়েছেন শহরের মেয়র, পুলিশ প্রধান এবং সিটি কাউন্সিলের সদস্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *