চট্টগ্রাম-৯ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর বাধা কাটলো না জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক–এর জন্য। দ্বৈত নাগরিকত্বের জটিলতা কাটিয়ে প্রার্থিতা ফেরত পেতে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিলও নামঞ্জুর করেছে কমিশন। ফলে তিনি এবারের নির্বাচনে অংশ নিতে পারবেন না।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানির পর এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে গত ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
ফজলুল হক তার হলফনামায় উল্লেখ করেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং সেটি ঘটেছে গত ২৮ ডিসেম্বর। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, হলফনামায় তথ্য থাকলেও দ্বৈত নাগরিকত্ব ত্যাগের স্বপক্ষে কোনো দালিলিক প্রমাণ জমা দেননি তিনি।
এই ঘাটতি থেকেই তার মনোনয়ন বাতিল হয় এবং নির্বাচন কমিশনেও আপিল টিকল না।
ফলে চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের হয়ে নির্বাচন করার সুযোগ হারালেন ডা. ফজলুল হক।


