দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া এবং অস্ত্র উদ্ধার না করাকে সরকারের বড় ধরনের ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও (Thakurgaon)-এ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমরা খুব উদ্বিগ্ন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। অস্ত্র উদ্ধারে সরকার পুরোপুরি ব্যর্থ। এটা সরকারের দায়িত্বহীনতার প্রমাণ।”
নির্বাচন পরিস্থিতি সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, “আমরা আশাবাদী যে, নির্বাচনের সময় পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনমুখী পরিবেশ ভালো রয়েছে। তবে প্রচারণা শুরু হলে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে।”
ক্রিকেটকে অপমান মানে দেশকে অপমান করা
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, “ক্রিকেট নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে। কিন্তু এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা ঠিক নয়। দেশের সম্মানের প্রশ্ন জড়িত। ক্রিকেটকে অপমান করা মানে জাতিকে অপমান করা।” তিনি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, “এই ধরনের ইস্যুতে জাতীয় ঐকমত্য থাকা উচিত।”
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মির্জা ফখরুল বলেন, “তিস্তা প্রকল্প বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের সঙ্গে মিউচুয়াল সম্পর্ক বজায় রেখে সমস্যাগুলোর সমাধান করা হবে।”
“ফ্যা’\সিস্টকে তাড়াতেও জানি, মারতেও জানি, আবার মা’\র খেতেও জানি”
আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ফ্যা’\সিস্টকে তাড়াতেও জানি, মা’\র দিতেও জানি, আবার মা’\র খেতেও জানি। বিএনপি আন্দোলনে আছে এবং থাকবেও।”
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি গভীরভাবে পড়া প্রয়োজন। এই ৩১ দফার বাইরে আমাদের আর কোনো আলাদা সনদ নেই।”
তারেক রহমানকে ঘিরে ‘নতুন উদ্দীপনা’
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর রাজনৈতিক বার্তা ও সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “তারেক রহমানের আগমন নিয়ে নেতাকর্মীদের মধ্যে একধরনের আগ্রহ ও প্রত্যাশা কাজ করছে। নির্বাচন কমিশনের অনুমতির ভিত্তিতে তার কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
এ সম্ভাব্য কর্মসূচির মধ্যে শহীদদের কবর জিয়ারতের কথা উল্লেখ করে তিনি বলেন, “তারেক রহমান প্রথমে শহীদদের কবর জিয়ারত করবেন। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পাশাপাশি উত্তরাঞ্চলের অন্যান্য শহীদদের প্রতিও শ্রদ্ধা জানানো হবে।”
অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে অঙ্গীকার
ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানিবণ্টন ইস্যুতে বিএনপির অবস্থান স্পষ্ট করে মির্জা ফখরুল বলেন, “তিস্তা, পদ্মা ও অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। ভারতের সঙ্গে আমরা সরাসরি এনগেজ করব।”
তিনি আরও বলেন, “আমাদের স্পষ্ট কমিটমেন্ট আছে। তিস্তা, পদ্মা এবং অন্যান্য নদীর পানি বাংলাদেশের প্রাপ্য হিসেবেই আদায় করা হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি (BNP)-র ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।


