ভোলা-১: বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে জোটের একক প্রার্থী আন্দালিব রহমান পার্থ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) (Bhola-1) আসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বিএনপি নেতৃত্বাধীন জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে থাকছেন বাংলাদেশ জাতীয় পার্টির (Bangladesh Jatiya Party) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ (Andaleeve Rahman Partho)।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান-এর কাছে লিখিত আবেদন করে মনোনয়ন প্রত্যাহার করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। বিকেল ৫টার দিকে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

২০০৮ সালের জাতীয় নির্বাচনে ভোলা-১ থেকে বিএনপি জোটের প্রার্থী হয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন আন্দালিব রহমান পার্থ। ওই সময় সংসদে তার সরব ও প্রতিবাদী ভূমিকায় তিনি তৎকালীন সরকার বিরোধী কণ্ঠ হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এবারের নির্বাচনে তার প্রত্যাবর্তন ঘিরে জোটের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে স্পষ্ট উৎসাহ ও আগ্রহ।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ভোলা-১ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টি (Jatiya Party)-র প্রার্থী আকবর হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী মো. রফিজুল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বর্তমানে এই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন:
জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) প্রার্থী মো. নজরুল ইসলাম
ইসলামী আন্দোলন বাংলাদেশের (Islami Andolon Bangladesh) প্রার্থী মো. ওবায়দুর রহমান
গণঅধিকার পরিষদ (Gono Odhikar Parishad) প্রার্থী মো. আইনুর রহমান জুয়েল
ন্যাশনাল পিপলস পার্টি (NPP)-র প্রার্থী মো. মিজানুর রহমান
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (Islamic Front Bangladesh) প্রার্থী মো. আশরাফ আলী

এই পরিস্থিতিতে ভোলা-১ আসনে নির্বাচনী প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। বিশেষ করে বিএনপি জোটের পক্ষে আন্দালিব রহমান পার্থের প্রার্থিতা মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *