‘ইসলামি আকিদা ও আদর্শ থেকে সরে যাওয়া জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না’

জামায়াত-শিবির ইসলামের নামে ধোঁকাবাজি ও ধর্ম প্রাণ সাধারণ মুসলমান ও জনগণকে বিভ্রান্ত করছে। যারা ইসমতে আম্বিয়া (নবীদের পাপমুক্ত ও মর্যাদাশীল অবস্থান) এবং সাহাবীগণকে মিয়ারে হক (সত্যের মাপকাঠি)মানে না, ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাস যাদের বিশ্বাস ঠিক নেই। এরা কখনোই ইসলামি দল হতে পারে না।

রোববার (১২ জানুয়ারী) মাগুরা জেলা অডিটোরিয়ামে কওমী মাদরাসার ইতিহাস ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা ও সীরাত সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

ইত্তেহাদুল উলামা মাগুরা জেলার উদ্যোগে এই সীরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মাগুরা ধলহরা মাদ্রাসার মুতামিম মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, মাগুরা পৌর গোরস্থান মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা হাসিবুল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর রেলওয়ে স্টেশন মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম। প্রধান আলোচক ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

এছাড়াও বক্তব্য রাখেন, মাওলানা মুশতাক আহমদ খুলনা, মুফতি আরিফ বিল্লাহ কাসেমী ঝিনাইদহ, মাওলানা শাহ সাইফুল্লাহ প্রমুখ।

বক্তারা আরো বলেন,যে জামায়াত এক সময় “আকিমুদ্দীন” তথা দ্বীন প্রতিষ্ঠার কথা বলতো, আজ তারা নিজেদের লোগো থেকে সেই শব্দটিই সরিয়ে ফেলেছে। এটা প্রমাণ করে যে, তারা ইসলাম প্রতিষ্ঠার নামে রাজনীতি করলেও আদর্শিকভাবে সেই পথেই নেই। তারা এখন কেবল ক্ষমতার আশায় ভিন্ন দলগুলোর সাথে আপোসে লিপ্ত।

বক্তারা বলেছেন, ইসলামী ঐক্যের নামে এক বাক্সের কথা বলে সাধারণ ইসলামপন্থীদের বিভ্রান্ত করে, পরে সেই একই দল ভিন্ন মতাদর্শের সাথে জোট করে। জনগণ এসব ক্ষমতালোভী দ্বিচারিতাকারীদের চিনে ফেলেছে।

নেতৃবৃন্দ বলেন, জামায়াত-শিবিরইসলামী রাজনীতির নাম ভাঙিয়ে সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা করা হচ্ছে। ইসলামের নামে বানোয়াট ঐক্যের ধোঁকা না দিয়ে, হক্কানী ও আক্বীদাভিত্তিক নেতৃত্বকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *