তারেক রহমানকে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ শীর্ষক কার্টুন হস্তান্তর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক কার্টুন হস্তান্তর করেছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের হাতে একটি দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো ওই কার্টুনটি তুলে দেন কার্টুনিস্ট উদয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি জানিয়েছেন।

এ বিষয়ে কার্টুনিস্ট উদয় বলেন, ‘তারেক রহমানের ওপর আঁকা এমন একটি কার্টুন তাঁর হাতে তুলে দেওয়াই স্বপ্ন ছিল। আজ তা দিতে পেরে আমি অতি আনন্দিত।’

এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কার্টুনটি গ্রহণ করে কার্টুনিস্ট উদয়কে এটি আঁকার জন্য ধন্যবাদ জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *