রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (Mohammed Shahabuddin)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী (Chief Justice Obaidul Hassan)। আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের বিচারব্যবস্থার সার্বিক অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি। তিনি বিচার বিভাগের চলমান কাজ, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার সারাংশ তুলে ধরেন রাষ্ট্রপতির সামনে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এ সময় বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রধান বিচারপতির সফলতা কামনা করেন।
সাক্ষাতে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


