জুলাই সনদ ও রাষ্ট্রসংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান পরিস্কার করলেও সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি এতদিন নিজেদের অবস্থান না জানানোয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিভিন্ন অপপ্রচার ও সমালোচনা চলে আসছিল। এসব মাধ্যমে প্রচার হচ্ছিল যে, গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে অবস্থান নেবে। অবশেষে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান খোলাসা করল দলটি। তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বিএনপির এ অবস্থানের কথা জানান।
মাহদী আমিন বলেন, গণভোটের ক্ষেত্রে আমরা বলেছি যে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণকারী রাজনৈতিক দল হিসেবে সবার আগে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম ২০১৬ সালের ভিশন ২০৩০, ২০২২ সালের ২৭ দফা এবং ২০২৩ সালের ৩১ দফার উপর ভিত্তি করে। জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি যেভাবে অত্যন্ত আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল, সেই আলোকে বাংলাদেশের ইতিহাসে সংস্কারের ধারক, বাহক ও জনক রাজনৈতিক দল হিসেবে, জুলাই চার্টারে আমাদের অবস্থান ও প্রণীত নোট অফ ডিসেন্ট অনুযায়ী বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিচ্ছে, যা ইতিমধ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকেও জানানো হয়েছে।
তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সুন্দর, সফল, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের বড় ভূমিকা আছে। আসুন, আমরা সবাই মিলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা নির্মাণ করি।


