রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে পৌঁছান বিএনপি নেতা। সন্ধ্যা ৭টার দিকে গুলশান বাসভবন থেকে যমুনার উদ্দেশে রওনা দেন তিনি। ৭টা ৪০ মিনিটে তারেক রহমানের গাড়িবহর প্রবেশ করে যমুনায়।

আজকের বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও গণভোট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমানের যাওয়ার বিষয়ে জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি জানান, সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান। তখন রাজনৈতিক কোনো এজেন্ডা নেই বলেও জানান তিনি।

এর আগে গত বছরের মে মাসে লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *