বিএনপি (BNP) চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা সাড়ে ৭টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
সাক্ষাতের আগে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। সেখান থেকে মাত্র ১০ মিনিট পর, অর্থাৎ ৬টা ৫২ মিনিটে তিনি যমুনার উদ্দেশে যাত্রা করেন।
এর আগেও দুই নেতার মধ্যে একটি বৈঠক হয়েছিল। ২০২৩ সালের ১৩ জুন, ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে, লন্ডনের ডরচেস্টার হোটেলে তারেক রহমানের সঙ্গে তাঁদের একান্ত বৈঠক হয়। সেসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। সেই বৈঠকের পর যৌথ বিবৃতিও দিয়েছিলেন উভয়পক্ষের প্রতিনিধিরা।
১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর ঠিক পাঁচ দিন পর, ৩০ ডিসেম্বর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল ঘটে। এরপর ৯ জানুয়ারি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
চেয়ারম্যান হওয়ার পর এই প্রথম তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন, যা রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্ববহ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


