আশা হারাবেন না, ষড়যন্ত্রের সামনে মাথা নত নয় আইনের পথেই আমরা এগোবো: মনজুর মুন্সী

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন তিনি। আজ শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আশা হারাবেন না। এটা এখানেই শেষ নয়, এটা একটি আইনি প্রক্রিয়ার অংশ মাত্র।

এই আসনে ১০ দলীয় নির্বাচনি জোট থেকে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

ফেসবুক পোস্টে মনজুরুল আহসান মুন্সী বলেন, ‘আজ নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত এসেছে, সেটাই চূড়ান্ত নয়। আমাদের মামলা এখন উচ্চ আদালতের বিবেচনায় রয়েছে এবং মামলার মেরিটের ওপরই সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে এবং আমাদের মনোনয়ন পুনর্বহাল হবে। ধৈর্য রাখুন, ঐক্যবদ্ধ থাকুন। ষড়যন্ত্রের সামনে মাথা নত নয় আইনের পথেই আমরা এগোবো। সত্যের শক্তি আমাদের সঙ্গেই আছে। ইনশাআল্লাহ, বিজয় আমাদেরই হবে।’

শনিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেয় ইসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *