জাতীয় সংসদ নির্বাচনের আগে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন পড়েছে আগামীকাল রবিবার (১৮ জানুয়ারি)। একই দিনে দ্বৈত নাগরিকত্ব–সম্পন্ন প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (Election Commission – EC)।
দ্বৈত নাগরিকত্বের বিতর্ক ঘিরে শনিবার ইসি কার্যালয়ে উত্তেজনার সৃষ্টি হয়। ফেনী-৩ আসনের বিএনপি (BNP) প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ও হাসনাত আবদুল্লাহর মধ্যে এ নিয়ে তীব্র বাগ্বিতণ্ডা হয় শুনানির সময়। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আপিল অপেক্ষমাণ আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিকত্ব সংশ্লিষ্ট।
এখনও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও রবিবার দুপুর ১২টা থেকে সব পেন্ডিং আবেদন নিয়ে শুনানি শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ (Abul Fazal Md. Sanaullah)।
এদিকে, এ ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। শনিবার সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan) সাফ জানিয়ে দেন—ঋণখেলাপি কিংবা দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে প্রয়োজন হলে তারা আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও নামবেন।
আসিফ মাহমুদ বলেন, “যারা আগে এ দেশের সম্পদ লুট করে বিদেশে গিয়ে সম্পদ গড়েছে, এখন আবার দেশে ফিরে দ্বৈত নাগরিকত্ব নিয়েও জনপ্রতিনিধি হওয়ার পাঁয়তারা করছে—আমরা তা হতে দেব না।” তিনি হুঁশিয়ারি দেন, দ্বৈত নাগরিকত্বধারী কারো প্রার্থিতা গৃহীত হলে জাতীয়ভাবে তা প্রতিহত করা হবে।


