নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তাহমিনা জামান শ্রাবনী, যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী। শনিবার (১৬ জানুয়ারি) তাহমিনার পক্ষে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন মাহমুদুল হাসান মাহমুদ। পরে রাতেই তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তাহমিনা জামানের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মির্জা হায়দার আলী। যাচাই-বাছাইয়ে দেখা যায়, তাহমিনা জামান এবং তাঁর স্বামী লুৎফুজ্জামান বাবর (Lutfuzzaman Babar) – উভয়ের মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তাহমিনা।
এর আগেও তাহমিনা জামান শ্রাবনী ২০১৮ সালের নির্বাচনে নেত্রকোনা-৪ আসন থেকে বিএনপি (BNP) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান (Saifur Rahman) বলেন, “আমি অফিসিয়াল কাজে জেলার বাইরে থাকায় আবেদন হাতে না পেলেও এটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা পড়েছে।”
এই আসনে এখন যারা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাঁদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (Lutfuzzaman Babar), কমিউনিস্ট পার্টি-সিপিবি (Communist Party of Bangladesh – CPB)–এর প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার (Jolly Talukder), জামায়াত ইসলাম (Jamaat-e-Islami) ময়মনসিংহ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ (Islami Andolon Bangladesh)–এর প্রার্থী মোখলেছুর রহমান।


