চট্টগ্রাম-৪ আসনে বি’\এন’\পি (BNP) প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে রোববার (১৮ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত পৃথক আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত দেওয়া হয়।
আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আবেদন করেছিল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও যমুনা ব্যাংক। তবে শুনানিতে এই অভিযোগকে যথেষ্ট না মানায় কমিশন তিনটি আপিলই খারিজ করে দেয় এবং রিটার্নিং কর্মকর্তার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তার প্রার্থিতা বহাল রাখে।
ইসি সূত্রে জানা গেছে, আসলাম চৌধুরী ট্রাস্ট ব্যাংক থেকে সরাসরি ঋণ নিয়েছিলেন, তবে ব্যাংক এশিয়া ও যমুনা ব্যাংকের ঋণের ক্ষেত্রে তিনি মূল ঋণগ্রহীতা নন, বরং জামিনদার হিসেবে যুক্ত ছিলেন। কমিশনের দৃষ্টিতে এই পরিস্থিতি প্রার্থিতা বাতিলের পর্যায়ে যায় না।
এই সিদ্ধান্তের ফলে আসন্ন জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বি’\এন’\পি প্রার্থী হিসেবে মোহাম্মদ আসলাম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।


