আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় থাকা প্রার্থীদের ক্ষেত্রে নমনীয়তা দেখিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) একাধিক আপিল শুনানি শেষে কমিশন জানায়, যেসব প্রার্থী বিদেশি নাগরিকত্ব ত্যাগের জন্য সংশ্লিষ্ট দেশে আবেদন করেছেন ও নির্ধারিত ফি জমা দিয়েছেন, তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিন মোট ২৩ জন প্রার্থীর মনোনয়ন নিয়ে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা, একজনের বিষয়ে রায় স্থগিত এবং দুজনের মনোনয়ন বাতিল করা হয়।
বাতিল ও স্থগিত প্রার্থিতা
– আবদুল গফুর ভুঁইয়া, কুমিল্লা-১০ (বি’\এন’\পি): শুনানিতে অনুপস্থিত থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
– কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ**, কুমিল্লা-৩ (বি’\এন’\পি): তুরস্কের নাগরিকত্ব ত্যাগের তথ্য যাচাইাধীন, ফলে তার বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তবে তার প্রার্থিতা বহাল থাকার সম্ভাবনাই বেশি।
যাঁরা বৈধতা পেয়েছেন (দল ও আসন অনুসারে):
– জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami):
– ঢাকা-১: মোহাম্মদ নজরুল ইসলাম
– ব্রাহ্মণবাড়িয়া-৩: জুনায়েদ হাসান
– যশোর-২: মোসলেম উদ্দীন ফরিদ
– চট্টগ্রাম-৯: এ কে ফজলুল হক
– কুড়িগ্রাম-৩: মাহবুব আলম সালেহ
- বি’\এন’\পি (BNP):
- দিনাজপুর-৫: এ কে এম কামরুজ্জামান
- সাতক্ষীরা-৪: মনিরুজ্জামান
- ফরিদপুর-২: শামা ওবায়েদ
- সুনামগঞ্জ-২: তাহির রায়হান
- মৌলভীবাজার-২: শওকতুল ইসলাম
- ব্রাহ্মণবাড়িয়া-৪: কবির আহমেদ ভুঁইয়া
- ফেনী-৩: আবদুল আউয়াল মিন্টু
- মানিকগঞ্জ-৩: আফরোজা খানম রিতা
-
শেরপুর-২: ফাহিম
-
স্বতন্ত্র প্রার্থী:
- হবিগঞ্জ-১: সুজাত মিয়া
- নোয়াখালী-১: জহিরুল ইসলাম
-
সুনামগঞ্জ-৩: একজন স্বতন্ত্র প্রার্থী
-
জাতীয় পার্টি (Jatiya Party):
- রংপুর-১: মো. মঞ্জুম আলী
-
চাঁপাইনবাবগঞ্জ-১: খোরশেদ আলম
-
খেলাফত মজলিশ:
-
নাটোর-১: আজাদুল হক
-
ইসলামী আন্দোলন বাংলাদেশ:
- চট্টগ্রাম-৩: আমজাদ হোসেন
নির্বাচন কমিশনের এই নমনীয় অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে আইনগত বাস্তবতার স্বীকৃতি বলে স্বাগত জানিয়েছেন, আবার কেউ এর পেছনে রাজনৈতিক সমীকরণ দেখছেন।


