মনোনয়ন বৈধতা প্রক্রিয়ার প্রতিবাদে কর্মসূচি ঘোষণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন দুপুরে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপির অভিযোগ থাকা প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এক বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, “সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সংবাদ সম্মেলনে আমরা নির্বাচন কমিশনের বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের অবস্থান ব্যাখ্যা করব এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”

প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) ২৩ জন প্রার্থীর মধ্যে ২০ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে, যাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ছিল। একই সঙ্গে কিছু ঋণখেলাপির মনোনয়নপত্রও বৈধ করা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ নাগরিক সমাজে বিতর্ক শুরু হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করছে, এসব সিদ্ধান্ত আইনের শাসন ও ন্যায়ের পরিপন্থী, এবং নির্বাচনের প্রতি সাধারণ মানুষের আস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। তাই তারা তাদের প্রতিবাদ ও ভবিষ্যৎ কর্মসূচি স্পষ্ট করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *