নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা ও আইনি অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)–এর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam) অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিএনপির চাপে পড়ে সব সিদ্ধান্ত নিচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, “ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ইসি একপাক্ষিক আচরণ করছে। বিএনপির চাপে পড়ে নির্বাচন কমিশন আইনি অবস্থান থেকে সরে এসেছে। গণভোট ও নির্বাচন সংস্কারের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে কমিশন।”
তিনি সতর্ক করে বলেন, “ইসি নিরপেক্ষতা না দেখালে আমাদের মাঠে নামা ছাড়া উপায় থাকবে না। নির্বাচন সুষ্ঠু না হলে তার দায় প্রধান উপদেষ্টাকেও নিতে হবে।”
তিনি আরও দাবি করেন, “সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের পক্ষে রায় দেওয়া হয়েছে। বিএনপি ও ছাত্রদল ইসির সামনে ‘মব’ তৈরি করে কমিশনের ওপর চাপ প্রয়োগ করেছে। আমাদের স্পষ্ট অবস্থান—ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচন করার সুযোগ দেওয়া চলবে না। আমরা এ বিষয়ে আদালতে যাব।”
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)–এর দেশে ফেরার প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “তারেক রহমান দেশে আসার সময় ঢাকায় তার ছবিসংবলিত পোস্টার ও ব্যানারে শহর ছেয়ে গিয়েছিল। কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। খালেদা জিয়ার শোকসভাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচারণা চালানো হচ্ছে। মিডিয়া ও ইসিকে নিয়ন্ত্রণ করার পরিকল্পনা কি তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর অংশ?”
বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আরও দুই সদস্য। বিকেল ৫টার দিকে এনসিপি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে, পরে সন্ধ্যা ৬টার দিকে বৈঠক শেষ হয়।


