কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী (Manjurul Ahsan Munshi) নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি এই রিট দায়ের করেন।
এর আগে রিটার্নিং কর্মকর্তা মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রার্থী হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah) নির্বাচন কমিশনে আপিল করেন। অভিযোগ ছিল, ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন মুন্সী। শুনানি শেষে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে।
অন্যদিকে, মুন্সীও হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ৯ জানুয়ারি আবেদন করেন, যা কমিশন শনিবার (১৭ জানুয়ারি) খারিজ করে দেয়। ফলে হাসনাতের প্রার্থিতা বহাল থাকে।
এরই মধ্যে ঋণ খেলাপির মামলায় মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে চেম্বার আদালত রুল জারি করে নাম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে এবং তা নিষ্পত্তির জন্য হাইকোর্টকে দুই সপ্তাহ সময় দিয়েছে। গত ১৪ জানুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এই আদেশ দেন।
আইন অনুযায়ী, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই মুন্সীর। তবে প্রিমিয়ার ব্যাংক (Premier Bank)–এর আইনজীবী জানান, মুন্সী ইতোমধ্যে ঋণ পুনঃতফসিল করেছেন। রুল নিষ্পত্তি হলে তিনি ঋণ খেলাপির দায় থেকে মুক্ত হবেন এবং নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা থাকবে না।
আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার, আর মঞ্জুরুল আহসান মুন্সীর বিপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।


