জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizens’ Party) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
সোমবার, ১৯ জানুয়ারি, দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে জানানো হয়েছে, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
সংগঠনটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর গঠিত রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি এবং ২৯ নভেম্বর ঘোষিত রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি—উভয়েই সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রমে যুক্ত ছিল। এ কারণেই দুটি কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।”
মহানগরের নেতা মোবাশ্বের আলী ও তার অনুসারীরা অভিযোগ করেছিলেন, জেলার নেতা সাইফুল ইসলাম আওয়ামী লীগের দোসর। এ নিয়ে নানা কর্মসূচি পালিত হচ্ছিল। আর সাইফুল ইসলাম অভিযোগ করেছিলেন, মোবাশ্বের আলী মহানগরের নেতা হলেও তিনি জেলাও নিয়ন্ত্রণ করতে চান। দুপক্ষের এ দ্বন্দ্বের জেরে শেষ পর্যন্ত দুই কমিটির কার্যক্রমই স্থগিত করা হলো।
এই সিদ্ধান্ত দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে দেখা হলেও, রাজশাহীতে এনসিপির কার্যক্রম কতটা স্থবির হয়ে পড়বে তা নিয়ে প্রশ্ন উঠেছে দলীয় নেতাকর্মীদের মধ্যেই।


