নির্বাচনী খরচ মেটাতে ‘ক্রাউড ফান্ডিং’ শুরু করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ নিলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি তাদের প্রার্থীদের প্রচারাভিযান ও নির্বাচনী ব্যয় মেটাতে কেন্দ্রীয়ভাবে ‘ক্রাউড ফান্ডিং’ কার্যক্রম চালু করেছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan)।

তিনি জানান, “এই উদ্যোগের আওতায় ৯০ থেকে ৯৫ শতাংশ প্রার্থীর নির্বাচনী খরচ কেন্দ্রীয়ভাবে এই তহবিল থেকে বহন করা হবে। এতে অর্থনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।”

এনসিপি চায়, সাধারণ মানুষ সরাসরি রাজনীতিতে অংশ নিক, এবং তাদের সমর্থনেই গড়ে উঠুক নির্বাচনী তহবিল। আসিফ মাহমুদ বলেন, “যেসব সহায়তাকারী ইচ্ছুক, তারা চাইলেই কেন্দ্রীয় তহবিলে বা নির্দিষ্ট কোনো প্রার্থীর জন্য অনুদান দিতে পারবেন।”

তৃণমূল পর্যায়ে নির্বাচনী গণতন্ত্রকে শক্তিশালী করতে জনগণের সক্রিয় অংশগ্রহণই এনসিপির মূল লক্ষ্য বলে জানান তিনি।

এনসিপির এই ‘ক্রাউড ফান্ডিং’ প্ল্যাটফর্মের মাধ্যমে (https://donate.ncpbd.org/) যে কেউ সহজেই অনুদান দিতে পারবে। দলটি মনে করছে, এই নতুন ধারা রাজনীতিতে ইতিবাচক বার্তা বয়ে আনবে এবং নির্বাচনকে আরও জনসম্পৃক্ত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *