ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়া শেষ হয়েছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে এখন প্রতীক নিয়ে চূড়ান্ত লড়াইয়ে মাঠে রয়েছেন ১,৯৬৭ জন প্রার্থী। প্রার্থিতা যাচাই-বাছাইয়ে বৈধ হিসেবে মনোনীত হয়েছিলেন ১,৮৫৮ জন। পরবর্তী সময়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৪৩১ জন। অন্যদিকে, ৩০৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ ছাড়া মোট ৭২৬টি মনোনয়নপত্র বাতিল হয় এবং ৬৩৯ জন আপিল করেন। তবে চূড়ান্ত সংখ্যা জানা যাবে হাইকোর্টের আপিল নিস্পত্তির পরই।
জোটগত সমঝোতায় প্রার্থিতা প্রত্যাহার
সোমবার (১৯ জানুয়ারি) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশনের সূত্রে জানা যায়, বেশিরভাগ প্রার্থীই জোটগত কৌশলের অংশ হিসেবে মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিশেষ করে বিএনপিসহ বিভিন্ন দলের বিদ্রোহী প্রার্থীরা নিজ দলের প্রার্থীদের সমর্থনে সরে দাঁড়ান। আজ প্রতীক বরাদ্দ করা হবে, আর আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। নির্বাচনের বাকি মাত্র তিন সপ্তাহ।
ঢাকায় ২০ আসনে ২৭ জন প্রত্যাহার
ঢাকা বিভাগের ২০টি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তারা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ লেবার পার্টি, খেলাফত মজলিস, জেএসডি, নেজামে ইসলাম পার্টি ও গণসংহতি আন্দোলনের প্রার্থীরা।
যেমন, ঢাকা-৫ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন নেজামে ইসলাম পার্টির মোখলেছুর রহমান কাছেমী, এবি পার্টির লুৎফর রহমান ও এনসিপির এস এম শাহরিয়া।
ঢাকা-৬, ৭, ৯, ১০, ১২, ১৬, ১৭ ও ১৮ আসনেও একাধিক প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
ঢাকা-৮, ১১ ও ১৪ আসনে কেউ প্রত্যাহার করেননি
ঢাকা-৮, ১১ ও ১৪ আসনে বৈধ প্রার্থীরা সকলেই নির্বাচনে থাকছেন।
ঢাকা-৮ আসনে নির্বাচনে থাকছেন ১১ জন প্রার্থী, এর মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির মির্জা আব্বাস, এনসিপির মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা ।
চট্টগ্রামে ১৬ আসনে ১২ জন প্রত্যাহার
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বাকিগুলোয় কেউ সরে দাঁড়াননি। এখন চট্টগ্রামে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১১১।
অন্যান্য জেলার চিত্র
- বগুড়া: ৭টি আসনে ৩৮ জন প্রার্থী নির্বাচনে থাকছেন।
- খুলনা: ৬টি আসনে ৫ জন প্রত্যাহার, এখন বৈধ প্রার্থী ৩৮ জন।
- বাগেরহাট: ৩টি আসনে ৬ জন প্রত্যাহার, এখন ২৩ জন প্রার্থী।
- রাজশাহী: ৩ জন প্রত্যাহার, মাঠে আছেন ২৯ জন।
- বরিশাল: বরিশাল-৫ আসনে জামায়াত প্রার্থী দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করে চরমোনাই প্রার্থীকে সমর্থন দেন। মোট ৬টি আসনে ৭ জন প্রত্যাহার করেছেন।
- রংপুর: ৮ জন প্রত্যাহার।
- গোপালগঞ্জ: ৩টি আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এখন ২৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
- দিনাজপুর: ৬টি আসনে ৫ জন প্রত্যাহার, বৈধ প্রার্থী ৪০ জন।
- টাঙ্গাইল: ৮টি আসনে জামায়াতসহ ৯ জন প্রার্থী প্রত্যাহার করেছেন, এখন বৈধ প্রার্থী ৪৭ জন।
- গাজীপুর: ৫টি আসনে ৮ জন প্রত্যাহার করে এখন ৪২ জন বৈধ প্রার্থী রয়েছেন।
- রাঙামাটি: একমাত্র জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ মনোনয়ন প্রত্যাহার করেছেন।
- রাজবাড়ী: রাজবাড়ী-২ আসনে জামায়াত ও খেলাফত মজলিসের ২ প্রার্থী সরে দাঁড়িয়েছেন।
- হবিগঞ্জ: ৪টি আসনে ৪ জন প্রার্থী প্রত্যাহার করেছেন। এখন নির্বাচনী মাঠে আছেন ২৪ জন।
- লক্ষ্মীপুর: জামায়াত নেতাসহ ৩ জন প্রার্থী প্রত্যাহার করেছেন। এনসিপির মাহবুব আলমকে সমর্থন দিয়েছেন জামায়াত প্রার্থী।
সারাদেশে মনোনয়নপত্র বাছাই ও আপিল প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ১,৯৬৭ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। আজ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ভোটযুদ্ধ শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে। তিন সপ্তাহের টানা প্রচারণা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


