১৭ জেলায় নেই কোনো বিদ্রোহী প্রাথী তারপরও মোট ৭৬ আসনে ধানের শীষের সামনে ‘বিদ্রোহী’ বিএনপি নেতারা

দলীয় মনোনয়ন না পেলেও প্রার্থিতা প্রত্যাহার করেননি, এমন ৭৬ আসনে ৮৭ জন বিদ্রোহী নেতার মুখোমুখি হচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৬টি আসনে ধানের শীষের প্রার্থীরা এখন দলীয় পরিচয়ের বাইরে দাঁড়িয়ে থাকা সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রভাবশালী নেতাদের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন।

নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য বলছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত প্রায় ১৭৯ জন বিএনপি-ঘনিষ্ঠ নেতা ধানের শীষের মনোনীত প্রার্থীর বাইরে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে ছিলেন। নানা পর্যায়ের আলাপ-আলোচনার মাধ্যমে তাদের মধ্যে প্রায় অর্ধেক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলেও বাকি এক-চতুর্থাংশ আসনে তারা এখনো নির্বাচনী লড়াইয়ে রয়ে গেছেন।

বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বাদে দেশের ৬৩টি জেলায় ১১৮টি আসনে এই বিদ্রোহী অবস্থান তৈরি হয়েছে। তবে পঞ্চগড়, শরীয়তপুর, কক্সবাজার, লক্ষ্মীপুর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, ভোলা, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, ফেনী, পিরোজপুর, নরসিংদী, রাঙামাটি ও বান্দরবানের মতো জেলাগুলোতে দলের নির্দেশ মেনে কেউ স্বতন্ত্র প্রার্থী হননি।

তবে কয়েকটি আসনে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা দুই কিংবা তিনজন পর্যন্ত পৌঁছেছে। নোয়াখালী-৬ ও নড়াইল-১ আসনে তিনজন করে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া দিনাজপুর-৫, রাজশাহী-৫, নাটোর-১, বাগেরহাট-১, নারায়ণগঞ্জ-৩ ও ৪, গোপালগঞ্জ-২, মাদারীপুর-১ এবং ব্রাহ্মণবাড়িয়া-১ ও ২ আসনে দুজন করে বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

এদের অনেকে হচ্ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, জেলা কমিটির নেতা কিংবা অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা।

দলের হাইকমান্ড থেকেও এই বিদ্রোহী প্রার্থীদের সরিয়ে আনার জন্য কঠোর অবস্থান নেওয়া হয়। অনেকের সঙ্গে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) স্বয়ং কথাও বলেছেন। এরপর অনেকে প্রার্থিতা প্রত্যাহার করেন।

তবু বাগেরহাট জেলার চারটি আসনেই বিদ্রোহী অবস্থান দৃঢ়ভাবে রয়ে গেছে। সেখানে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম নিজেই তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

আগামী বুধবার নির্বাচন কমিশন এসব স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে। বিএনপির মনোনীত প্রার্থীরা তাই শুধু অন্য রাজনৈতিক প্রতিপক্ষ নয়, নিজেদের দলের পুরনো মুখ ও সাবেক নেতাদের সঙ্গেও সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় পড়ছেন।

নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুসারে বিদ্রোহী প্রার্থীর তালিকা —

  1. ঠাকুরগাঁও-২ : আব্দুস সালাম – কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য
  2. ঠাকুরগাঁও-২ : মুর্শেদী চৌধুরী মল্লা – জেলা বিএনপির নেতা
  3. দিনাজপুর-২ : আ.ন.ম বজলুর রশিদ – জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক
  4. দিনাজপুর-৫ : কাজী কামরুজ্জামান – কেন্দ্রীয় কমিটির সদস্য
  5. দিনাজপুর-৫ : জাকারিয়া বাবু – পার্বতীপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক
  6. নীলফামারী-৪ : রিয়াদ আরফান সরকার – সৈয়দপুর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
  7. রংপুর-৩ : রিটা রহমান – কেন্দ্রীয় কমিটির সদস্য, মহানগর বিএনপির নেতা
  8. গাইবান্ধা-৫ : ফারুক আলম সরকার – জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি
  9. গাইবান্ধা-৫ : নাহিদুর রহমান নিশাদ – জেলা বিএনপির নেতা
  10. নওগাঁ-১ : ছালেক চৌধুরী – নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি
  11. নওগাঁ-৩ : পারভেজ আরেফিন সিদ্দিকী – মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য
  12. নওগাঁ-৬ : আলমগীর কবির – সাবেক সংসদ সদস্য
  13. রাজশাহী-৫ : ইসফা খায়রুল হক – দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি
  14. রাজশাহী-৫ : রজাউল করিম – জিয়া পরিষদের সহ-সভাপতি
  15. নাটোর-১ : ইয়াসীর আরশাদ রাজন – জেলা বিএনপির সদস্য, ফজলুর রহমান পটলের পুত্র
  16. নাটোর-১ : তাইমুল ইসলাম টিটু – কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক
  17. নাটোর-৩ : দাউদার মাহমুদ – জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
  18. পাবনা-৩ : এ কে এম আনোয়ারুল ইসলাম – সাবেক এমপি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য
  19. পাবনা-৪ : জাকারিয়া পিন্টু – ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সম্পাদক
  20. ঝিনাইদহ-৪ : সাইফুল ইসলাম ফিরোজ – জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক
  21. যশোর-২ : জামাল ইসলাম – চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি
  22. যশোর-৫ : শহীদ মাহমুদ ইকবাল – মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি
  23. নড়াইল-১ : বিএম নাজিব হোসেন – প্রবাসী বিএনপি নেতা
  24. নড়াইল-১ : এস এম সাঈদ হোসেন – অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল
  25. নড়াইল-১ : বিকাশ সাহা অনন্ত – বিএনপির সহযোগী সংগঠনের নেতা
  26. নড়াইল-২ : মিনহাজুল ইসলাম – জেলা বিএনপির সাধারণ সম্পাদক
  27. বাগেরহাট-১ : শেখ মাহমুদ রানা – জেলা বিএনপির সদস্য
  28. বাগেরহাট-১ : এম এ এইচ সেলিম – সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি
  29. বাগেরহাট-২ : শেখ মাহমুদ জাকির হোসেন – সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি
  30. বাগেরহাট-৩ : শেখ ফিরোজ ইসলাম – সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি
  31. বাগেরহাট-৪ : সামসুন নাহার সেদ – জেলা বিএনপির নেতা
  32. সাতক্ষীরা-৩ : কাজী আলাউদ্দিন – কেন্দ্রীয় কমিটির সদস্য
  33. পটুয়াখালী-৩ : নাসির হক নাসের – নির্বাহী কমিটির সদস্য (বহিষ্কৃত)
  34. বরিশাল-১ : জহির উদ্দিন তপন – নির্বাহী কমিটির সদস্য
  35. ঝালকাঠি-১ : রফিকুল ইসলাম জামাল – জেলা বিএনপির নেতা
  36. টাঙ্গাইল-১ : ফকরুল মাহবুব আনাম তপন – কেন্দ্রীয় সদস্য
  37. টাঙ্গাইল-৩ : এস এম ওবায়দুল হক নাসির – কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
  38. টাঙ্গাইল-৫ : সুলতান সালাহউদ্দিন বাবু – জেলা বিএনপির সাধারণ সম্পাদক
  39. জামালপুর-৩ : মাসুদুর রহমান মল্লিক – উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক
  40. শেরপুর-১ : সানিসুল জব্বার লিপন – জেলা বিএনপির আহ্বায়ক
  41. শেরপুর-৩ : মো. মাহবুবুল হক বাবেল – ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
  42. ময়মনসিংহ-১ : সৈয়দ এমরান সালেহ প্রিন্স – হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য
  43. ময়মনসিংহ-২ : মতাহার হোসেন তালুকদার – সাবেক সংসদ সদস্য
  44. ময়মনসিংহ-৩ : মো. ইকবাল হোসাইন – উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক
  45. ময়মনসিংহ-৬ : আক্তারুল আলম ফারুক – সাবেক সংসদ সদস্য
  46. ময়মনসিংহ-৭ : ডা. মাহাবুবুর রহমান লিটন – সাবেক এমপি খালেকুর রহমানের ছেলে
  47. ময়মনসিংহ-৮ : এডভোকেট মোস্তাফিজুর রাহমান বজলুল – সাবেক এমপি শাহ আবুল কিবরিয়ার ছেলে
  48. ময়মনসিংহ-৯ : ইয়াসের খান চৌধুরী – সাবেক সংসদ সদস্য নাসিমা খানের ছেলে
  49. ময়মনসিংহ-১০ : আবদুর রহমান বাবুল – উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক
  50. ময়মনসিংহ-১১ : ফখরুদ্দিন আহমেদ বাবু – উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক
  51. নেত্রকোনা-৩ : রফিকুল ইসলাম হিলালী – জেলা বিএনপির সাবেক সহসভাপতি
  52. কিশোরগঞ্জ-১ : মাজহারুল ইসলাম – জেলা বিএনপির সাবেক সহসভাপতি
  53. কিশোরগঞ্জ-৫ : সৈয়দ এহসানুল হুদা – বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি
  54. মানিকগঞ্জ-১ : এস এ জলিল কবির – সাবেক সাধারণ সম্পাদক
  55. মানিকগঞ্জ-৩ : আফরোজা খানম রিতা – জেলা বিএনপির সদস্য
  56. মুন্সিগঞ্জ-১ : শেখ মো. আব্দুল্লাহ – নগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি
  57. মুন্সিগঞ্জ-৩ : কামরুজ্জামান রতন – জেলা বিএনপির সদস্য
  58. নরসিংদী-৫ : মো. আশরাফ উদ্দিন – জেলা বিএনপির সহসভাপতি
  59. নারায়ণগঞ্জ-১ : মোশাররফ রহমান টিপু – কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত)
  60. নারায়ণগঞ্জ-২ : নজরুল ইসলাম আজাদ – সাবেক সংসদ সদস্য
  61. নারায়ণগঞ্জ-৩ : আজহারুল ইসলাম মান্নান – সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি
  62. নারায়ণগঞ্জ-৩ : রজাউল করিম – সাবেক প্রতিমন্ত্রী
  63. নারায়ণগঞ্জ-৪ : মিনার হাসান কাসেমী – কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (বহিষ্কৃত)
  64. রাজবাড়ী-২ : হারুন অর রশিদ – সাবেক সংসদ সদস্য
  65. গোপালগঞ্জ-২ : কে এম বাবর আলী – সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক
  66. মাদারীপুর-১ : নাসিরা আক্তার – শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক
  67. মাদারীপুর-২ : জাহাঙ্গীর আলম জাহান – ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক
  68. সুনামগঞ্জ-৩ : কায়সার এম আহমদ – জেলা বিএনপির সাবেক সহসভাপতি
  69. সুনামগঞ্জ-৪ : অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক – জেলা বিএনপির সদস্য
  70. সিলেট-৫ : মাওলানা উবায়দুল্লাহ ফারুক – জেলা বিএনপির সহসভাপতি
  71. মৌলভীবাজার-৪ : বশিরুর রহমান চৌধুরী – জেলা বিএনপির সদস্য
  72. হবিগঞ্জ-১ : ড. রাজা কবিরিয়া – জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য
  73. হবিগঞ্জ-২ : সৈয়দ ফয়সল – জেলা বিএনপির আহ্বায়ক
  74. ব্রাহ্মণবাড়িয়া-১ : আলী হায়দার – উপজেলা বিএনপির সভাপতি
  75. ব্রাহ্মণবাড়িয়া-১ : কামরুজ্জামান মান্নান – নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি
  76. ব্রাহ্মণবাড়িয়া-২ : মোয়াজ্জেম হোসেন হাবিব – সাবেক এমপি, সহ-আন্তর্জাতিক সম্পাদক
  77. ব্রাহ্মণবাড়িয়া-২ : এস এন তানভীর – জেলা বিএনপির সদস্য
  78. ব্রাহ্মণবাড়িয়া-৫ : মাহবুব মিয়া – অর্থনৈতিক সম্পাদক কাজী নাজমুল হাসান তাপসের ঘনিষ্ঠ
  79. কুমিল্লা-২ : আনোয়ারুল সেলিম – উপজেলা বিএনপির সদস্য
  80. কুমিল্লা-৭ : রেদোয়ান আহমদ চান্দিনা – উপজেলা বিএনপির সভাপতি
  81. কুমিল্লা-৯ : আবুল কালাম – সাবেক এমপি, সেনা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত)
  82. চাঁদপুর-৪ : মো. হারুনুর রশিদ – ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক
  83. নোয়াখালী-২ : জয়নাল আবেদীন ফারুক – জাতীয় নির্বাহী কমিটির সদস্য
  84. নোয়াখালী-৬ : মাহবুবুর রহমান শামীম – হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি
  85. নোয়াখালী-৬ : ফজল আজিম – সাবেক এমপি
  86. চট্টগ্রাম-১৬ : মিসবাহুল ইসলাম চৌধুরী – চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক
  87. খাগড়াছড়ি : রফিকুল ইসলাম হেলাল – জাতীয় নির্বাহী কমিটির সদস্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *