সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী সফরের সূচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে তিনি সিলেট নগরীর অন্যতম পবিত্র স্থান হযরত শাহজালাল (রহ.)–এর মাজারে পৌঁছে জিয়ারত করেন।
এর আগে রাত ৮টার কিছু পর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সড়কপথে সরাসরি মাজারের উদ্দেশে রওনা হন তিনি। তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
মাজার জিয়ারত শেষে তিনি রওনা হন খাদিমনগরে অবস্থিত হযরত শাহ পরান (রহ.)–এর মাজারের উদ্দেশে। পরে সফরের তৃতীয় গন্তব্য হিসেবে যাবেন দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে, যেখানে তার শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়ি অবস্থিত।
তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকা ও আশপাশের সড়কে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। তারা দলীয় প্রধানকে অভ্যর্থনা জানাতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানান। গাড়ি থেকে তিনিও হাত নেড়ে জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা জানান।
এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিলেট যান।
দলীয় সূত্র জানায়, ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারেক রহমানের সিলেট সফরের সূচনা প্রতীকী তাৎপর্য বহন করে। আগামীকাল বৃহস্পতিবার সকালে তিনি মতবিনিময় ও জনসভায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন।


