“আমরা প্রতিবারই ভালোভাবে ফার্স্ট হয়েছি, এবার এমনভাবে ফার্স্ট হতে হবে যেন কেউ রেকর্ড ভাঙতে না পারে”—চকরিয়ায় নির্বাচনি প্রচারণা শুরু করে এমন দৃপ্ত ঘোষণা দিয়েছেন সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা কক্সবাজার-১ আসনের চকরিয়ার কোনাখালী ইউনিয়নে প্রথম দিনের প্রচারণায় অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন।
বিএনপি (BNP) মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “ধানের শীষ জনগণের প্রতীক, বিএনপি গণমানুষের দল। জনগণ চাইলে আমরা ক্ষমতায় গিয়ে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ করব।”
প্রচারণার প্রথম দিনেই তিনি চকরিয়ার কোনাখালী ও ঢেমুশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এ সময় স্থানীয় কর্মী ও সমর্থকদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
উল্লেখ্য, চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন ১০ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক (Abdullah Al Faruq)।
তিনবার এই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত সালাহউদ্দিন আহমদ চারদলীয় জোট সরকারের সময় যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
নির্বাচনি এলাকায় নিজেকে জনপ্রিয় ও পরীক্ষিত প্রার্থী হিসেবে তুলে ধরতে শুরুতেই মাঠে নেমেছেন বিএনপির এই সিনিয়র নেতা। প্রতিপক্ষ প্রার্থীর অবস্থান দুর্বল উল্লেখ করে তার বক্তব্য, “এই আসনে জনগণের মনেই নেই অন্য প্রতীক।”


