‘তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটের প্রস্তুতি নিন’—নির্বাচনী সমাবেশে তারেক রহমানের আহ্বান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের দিন ভোরে তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান (Tarique Rahman)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ আহ্বান জানান। একইসঙ্গে জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দিতে ভোটের গুরুত্বও তুলে ধরেন তিনি।

বিকেলের দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে ওঠেন তারেক রহমান। তিনি বলেন, “ভোরে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে প্রস্তুতি নেবেন। ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ আদায় করে ভোট দিতে হবে।” তিনি এটিকে একটি বিশেষ দায়িত্ব ও কর্তব্য হিসেবেই চিহ্নিত করেন।

তারেক রহমান আরও বলেন, “এ দেশটা কার? জনগণের দেশ। কারো ব্যক্তি সম্পত্তি নয়। এই সমাবেশে আমার সামনে যে হাজার হাজার মানুষ বসে আছেন, আপনারাই এ দেশের মালিক। কাজেই আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আপনারা কিভাবে দেশ পরিচালনা করতে চান এবং সেই সিদ্ধান্ত ভোটের মাধ্যমেই দিতে হবে।”

দলীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের আগ মুহূর্তে বিএনপি চেয়ারম্যানের গাড়িবহর শায়েস্তাগঞ্জে পৌঁছে। মঞ্চে উঠে তিনি সেখানে জামাতে মাগরিবের নামাজ আদায় করেন।

দিনের শুরুতে দুপুর ১টায় সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারেক রহমান। সিলেটের সমাবেশ শেষে তিনি সড়কপথে মৌলভীবাজারের শেরপুরে আরেকটি সমাবেশে বক্তব্য দেন। পরে সন্ধ্যায় ভাঙাচোরা সড়কপথ পাড়ি দিয়ে শায়েস্তাগঞ্জে এসে পৌঁছান তিনি।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এই নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আখতার। এই জনসমাবেশ শেষে তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আরেকটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *